ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
মাদারীপুরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার র‌্যাবের হাতে গ্রেফতার তিন আসামি। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে হত্যা, অস্ত্রসহ ২৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে জেলা সদরের আচমত আলী খান সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আক্তার সিকদার (৩৮), ফারুক মৃধা (৩০) ও আমিনুল মৃধা (৩০)।

তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বোমাবাজি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে আক্তার সিকদার ২৮টি মামলা, ফারুক মৃধা ৮টি ও আমিনুল মৃধা ৪টি মামলার পলাতক আসামি।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি  কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে দুপুরে
আচমত আলী খান সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার কালকিনি ও বরিশালের মুলাদী থানায় উল্লেখ্য মামলাগুলো রয়েছে। এদের মধ্যে গ্রেফতার আক্তার সিকদার কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ