ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৬, মার্চ ৪, ২০১৯
বগুড়ায় বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেক্স ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার-লালমনিরহাট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গাবতলী স্টেশনের পূর্বে এ ঘটনা ঘটে।

গাবতলী রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বাংলানিউজকে জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাবতলী স্টেশনে যাত্রাবিরতির আগে স্টেশন থেকে ১৫০ গজ পূর্বে পেছনের শেষ বগিটি লাইনচ্যুত হয়।


 
ট্রেনটি ইঞ্জিনসহ ১নং লাইনে প্রবেশ করলেও পেছনের বগিটি ২নং লাইনে ঢুকে যায়, এতে বিকট শব্দ হয়, তখন বগিটি লাইনচ্যুত হয়ে যায়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত তারা ট্রেন থেকে নেমে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ট্রেনটি গাবতলী স্টেশনে আধা ঘণ্টা অপেক্ষার পর লাইনচ্যুত বগিটি রেখে সান্তাহারের উদ্দেশে চলে যায়।  

একটি বগি লাইন পরিবর্তন করে আরেক লাইনে ঢুকে পড়ায় রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু।
 
বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম বাংলানিউজকে জানান, রেললাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় তা মেরামত করতে অনেক সময় লাগবে। সোমবার (৪ মার্চ) দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা যায়।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।