ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউতে সিঙ্গাপুরের চিকিৎসকদল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউতে সিঙ্গাপুরের চিকিৎসকদল হাসপাতালের সিসিইউতে ওবায়দুল কাদের

ঢাকা: গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় সিঙ্গাপুর থেকে উড়িয়ে আনা হয়েছে চিকিৎসকদল

রোববার (৩ মার্চ) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে একজন একজন বিশেষজ্ঞ, একজন সাধারণ চিকিৎসক ও দু’জন নার্সসহ চারজনের একটি দল সন্ধ্যায় ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে এসে পৌঁছান বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুণ।

হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থা ছিল না।

পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম সিদ্ধান্ত নেন সিঙ্গাপুর থেকে ডাক্তার ও এয়ার অ্যাম্বুলেন্স আনার। এয়ার অ্যাম্বুলেন্সে যদি পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকে তবেই কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এমএএম/এজেডেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।