ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শায় ফেনসিডিসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
শার্শায় ফেনসিডিসহ পাচারকারী আটক বিজিবির হাতে আটক আলম।

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আলম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা।

শনিবার (০২ মার্চ) বিকেল ৫টায় যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ  শার্শার কাশিপুর বিওপির টহল দল  ‘মাদকবিরোধী’ অভিযান চালিয়ে পাচারকারীকে আটক করে। আটক পাচারকারী শার্শার টেংরালী গ্রামের মৃত মল্লিক মিয়ার ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে ভারত থেকে সীমান্ত পথে মাদকের চালান প্রবেশ করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আলমকে আটক করে। এসময় তাদের কাছ থেকে  ৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

৪৯  ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।