ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাসব্যাপী গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু      

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
মাসব্যাপী গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু       গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান চলছে-ছবি-জি এম মুজিবুর   

ঢাকা: গুলশান সোসাইটির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মাসব্যাপী বাড্ডা-গুলশান লেকের জলাধার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুলশান-২ এর লেকপাড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়।  পরে ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

 

'লেকে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করুন, পরিচ্ছন্ন মনোরম ও অবৈধ দখলমুক্ত লেক চাই, লেকে সুয়ারেজ লাইন বন্ধ করুন' ইত্যাদি স্লোগানে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে জলাধার পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি করতে অংশ নিয়েছেন জাগো ফাউন্ডেশনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক।

গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান চলছে-ছবি-জি এম মুজিবুর    র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গুলশান সোসাইটির সেক্রেটারি ব্যারিস্টার শুকলা সারওয়াত সিরাজ, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকসান্দ, ওয়াটার এইডের ম্যানেজার ফায়সাল আব্বাস, লেক কমিটির প্রধান ইভা রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. হাসেম, এম কে মোবিন, ক্যাপ্টেন এমএ মাজেদ, গুলশান-বারিধারা-বনানী লেকের প্রকল্প পরিচালক ওয়াহিদ মারুফ শুভ ও আমিনুল ইসলাম প্রমুখ।  

গুলশান সোসাইটির সেক্রেটারি ব্যারিস্টার শুকলা সারওয়াত সিরাজ বলেন, এ লেক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রতিটি নাগরিকের। ঢাকা শহরকে বাসযোগ্য করতে লেক বাঁচাতে হবে। শুধু লেক নয়, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি শহর উপহার দিতে পুরো ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।  

জাগো ফাউন্ডেশন, ওয়াটার এইড ও কোকাকোলার সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
টিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।