ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে মাশরাফি নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে মাশরাফি। ছবি : বাংলানিউজ

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙনের কবলে পড়া এলাকা পরিদর্শন করেছেন জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মাশরাফি পায়ে হেঁটে নদী পাড়ের ভাঙন পরিদর্শন করেন একং ভাঙনকবলিত জয়পুর এবং কোটাকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের খোঁজ-খবর নেন। নদী ভাঙনের শিকার মানুষদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্টদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আদেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তাসহ অন্যান্য জনসাধারণ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী জনসভায় মাশরাফি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হতে পারলে এলাকার নদী ভাঙনরোধে কাজ করবেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম বারের মতো তিনি মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি নড়াইলে আসেন। পরদিনই লোহাগড়ায় নদী ভাঙন এলাকার মানুষের খোঁজ-খবর নিতে ছুটে যান।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।