ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
বেনাপোলে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু ছবি : প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের একটি ইটভাটায় বজ্রপাতে জয়নাল আবেদিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বেনাপোল সীমান্তের কাগজপুকুর এআর ব্রিকস ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

জয়নাল আবেদিন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের লামাউদ্দীনের ছেলে।

বাংলানিউজকে ইটভাটার শ্রমিক সর্দার কামরুল জানান, বৃষ্টি শুরু হলে জয়নাল কাজ ছেড়ে ইটভাটার একটি ঘরের ছাউনীর নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এজেডএইচ/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad