ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে ১৪ মাস কারাভোগের পর যুবককে দেশে ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
ভারতে ১৪ মাস কারাভোগের পর যুবককে দেশে ফেরত দেশে ফেরত আসা জিল্লুর রহমান। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: ভারতে ১৪ মাস কারাভোগ শেষে জিল্লুর রহমান নামে (১৯) এক যুবককে হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় অভিবাসন পুলিশ।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট জিরোপয়েন্টে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তাকে হস্তান্তর করা হয়।

জিল্লুর সিলেট জেলার জালালাবাদ থানার পূর্ব জাঙ্গালী হেরাকোলা গ্রামের মানিক মিয়ার ছেলে।

 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, ১৪ মাস আগে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই যুবক। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে আদালতে পাঠায়। আদালত বালুরঘাট শোভায়োন হোমে রাখার আদেশ দেন। সেখানে ১৪ মাস ধরে আটক ছিল তিনি। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের হিলি অভিবাসন পুলিশ। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।