ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন স্কুল শিক্ষক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন স্কুল শিক্ষক  শিক্ষক বাদল চন্দ্র রায়। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের ওয়াপদা মোড় এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বাদল চন্দ্র রায় (৪৫) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক তার সর্বস্ব খুইয়েছেন। 

বর্তমানে তিনি নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন। রোববার দুপুরে (২৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

বাদল চন্দ্র রায় নীলফামারীর ডোমার উপজেলার ওটগাড়ির  অনিল চন্দ্র রায়ের ছেলে এবং ডোমারের উত্তরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।  

ভিসা ঠিক করার জন্য বাদল চন্দ্র রংপুরে গিয়েছিলেন। কাজ শেষ করে সৈয়দপুর ওয়াপদা মোড়ে পৌঁছান। সেখান থেকে ডোমারের বাসে উঠেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় তার সঙ্গে থাকা দু’টি মোবাইল ফোন ও ৬০ হাজার টাকা খোয়া যায়।
তাকে গাড়ির চালক-হেলপাররা ওয়াপদা মোড়ে নামিয়ে দেয়। পরে থানা পুলিশের সহায়তায় তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে তার পাশে পরিবারের সদস্যরা রয়েছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।