ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভেড়ামারায় ৯০০ বোতল ফেনসিডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
ভেড়ামারায় ৯০০ বোতল ফেনসিডিলসহ আটক ১ আটক সুমন হোসেন। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৯০০ বোতল ফেনসিডিলসহ সুমন হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি জানান, গোপন সংবাদে সকালে উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ধানের বস্তা বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিতে তল্লাশি করা হয়।

এসময় বস্তাগুলোর মধ্যে থেকে ৯০০ বোতল ফেনসিডিল জব্দসহ ট্রলির মালিক সুমনকে আটক করা হয়।  

সুমন পাবনা জেলার চড়াইমারী গ্রামের আসলাম প্রমাণিকের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।