ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

উজিরপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
উজিরপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত

বরিশাল: বরিশালের উজিরপুরে বাসচাপায় বিকাশ দত্ত (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোরাগাঠি গ্রামের আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিকাশ গৌরনদী উপজেলার শংকরপাশা গ্রামের দুলাল দত্তের ছেলে এবং শংকারপাশা গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো সে।

গৌরনদী হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিকাশ দাদা-দাদির সঙ্গে গৌরনদী থেকে উজিরপুর দক্ষিণ মোরাকাঠিতে স্বজন সুমনের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে আসে। বাস থেকে নেমে দাদার হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে বিকাশ। তখন অপর একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এএসআই মামুন বলেন, ঘটনার পরপরই চালক ঘাতক বাস নিয়ে পালিয়ে গেছে। তবে বাসচালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।