ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীছড়িতে ট্রাক্টর উল্টে ২ শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
লক্ষ্মীছড়িতে ট্রাক্টর উল্টে ২ শ্রমিক নিহত দুর্ঘটনাকবলিত গাড়ি, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দূর্গম লক্ষ্মীছড়ি উপজেলায় ট্রাক্টর উল্টে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছে আরো দুইজন।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন মেরাচা মার্মা(৩৫)ও প্রভাত চাকমা (৩০)।

নিহত মেরাচা লক্ষ্মীছড়ির তংতুল্যাপাড়া এলাকার মৌলাং মার্মার ছেলে ও প্রভাত লক্ষ্মীছড়ির বান্দরকাটা এলাকার সমরো চাকমার ছেলে।

জানা যায়, লক্ষ্মীছড়ি থেকে কাঠ আনতে ট্রাক্টরটি শুকনাছড়ি যাচ্ছিল। পথে তংতুল্যা কার্বারী পাড়া এলাকায় পাহাড় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুই শ্রমিক মেরাচা ও প্রভাত নিহত হন। আহত হন ট্রাক্টরটির চালক কৃষ্ণ চাকমা(৩০)ও শ্রমিক উচাই মার্মা (৩৬)। এরমধে কৃষ্ণ চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে পাঠানো হয়েছে। উচাই মারমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লক্ষ্মীছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মো. খোরশেদ বাংলানিউজকে বলেন, ঘটনার পরপরি পরিবার নিহতদের মরদেহ নিয়ে গেছে। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।