ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহী সীমান্তে বিজিবি’র গুলি, ফেনসিডিল উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
রাজশাহী সীমান্তে বিজিবি’র গুলি, ফেনসিডিল উদ্ধার উদ্ধার হওয়া ফেনসিডিল বিজিবি হেফাজতে। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীর ১০নং চর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাকারবারীরা প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া এক হাজার দুই বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।  

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, পদ্মা নদীর ১০নং চর সীমান্ত দিয়ে মাদক পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ১০ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলারের (৬৮/৬-এস) পূর্ব বাথানবাড়ী এলাকায় ওঁৎ পেতে থাকে।

 এ সময় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। এ সময় তারা বিজিবির ওপর হামলার চেষ্টা করে। পরে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে টহল দলের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে মাদক পাচারকারীরা ফেনসিডিল ফেলে ভারতের ভেতরে ঢুকে যান। এ সময় ঘটনাস্থল হতে এক হাজার দুই বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। উদ্ধারকৃত ফেনসিডিল ব্যাটালিয়নের স্টোরে জমা করা হয়েছে। তা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানান কর্নেল তাজুল।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।