ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চকবাজার অগ্নিকাণ্ডে পাকিস্তানের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
চকবাজার অগ্নিকাণ্ডে পাকিস্তানের শোক অগ্নিকাণ্ডে ভস্মীভূত ভবনের একাংশ ও পাকিস্তানের পতাকা

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এই সমবেদনা জানানো হয়।

পাকিস্তান হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে পাকিস্তান সরকার ও জনগণ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা দ্রুত শোক কাটিয়ে উঠতে পারবেন, এমন প্রত্যাশা পাকিস্তানের।

বুধবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার চকবাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।  

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩,  ২০১৯
টিআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।