ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় জাল নোটসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
বরগুনায় জাল নোটসহ যুবক আটক আটক রুহুল আমিন ও জব্দকৃত জাল টাকা। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনায় ১৮ হাজার টাকার জাল নোটসহ রুহুল আমিন নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রুহুল আমিন বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার ছেলে।

উপ-পরিদর্শক সোহেল সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ হাজার টাকার ১৮টি জাল নোটসহ রুহুল আমিনকে হাতেনাতে আটক করা হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, আটক রুহুল আমিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।