ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট ‘বিগবাজারে’ অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
সিলেট ‘বিগবাজারে’ অগ্নিকাণ্ড

সিলেট: সিলেট শহরের তালতলায় চেইন সুপার শপ ‘বিগবাজারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে সুপার শপটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুনের কুণ্ডুলি দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। এসময় সুপার শপটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য উপরে থাকা হোটেল সুফিয়াতে আগুন ছড়ায়নি।

দমকল বাহিনী সিলেটের স্টেশন অফিসার শিমুল আহমদ বলেন, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়তে পারতো আবাসিক হোটেলেও। তাতে ব্যাপক প্রাণ হানির ঘটনাও ঘটতে পারতো।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।