ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় সরকারের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় সরকারের ঢামেকের বার্ন ইউনিটে রোগীর পাশে দাঁড়িয়ে কথা বলছেন ডা. এনামুর রহমান

ঢাকা: চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাকার অভাবে যেনো তাদের চিকিৎসা ব্যাহত না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে এসে এ তথ্য জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, চিকিৎসার ব্যাপারে যেনো কোনো গাফিলতি না হয়।

টাকার জন্য যেনো দগ্ধদের চিকিৎসায় বিঘ্ন না ঘটে। চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।

এনাম বলেন, আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দগ্ধদের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা ডা. সামন্ত লাল সেনের কাছে দিয়ে গেলাম। প্রয়োজনে আরো টাকা দেওয়া হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. এনাপএদিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক। এদের ৪ জনকে আইসিইউ এবং ৫ জনকে কেবিনে রাখা হয়েছে। এদের শরীরের ৬৫ থেকে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, দগ্ধ মোট ১ ৮জন বার্ন ইউনিটে এসেছিলো। এদের ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
***চকবাজারে আগুন: বেড়েই চলেছে লাশের সারি
***
যেন কোনো মৃত্যুপুরীতে কঙ্কাল আর কঙ্কাল
***বার্ন ইউনিটের ৯ জনের অবস্থাও আশঙ্কাজনক
***আরও সতর্ক-মনযোগী হবো: ওবায়দুল কাদের
***চকবাজারের আগুন ‘ওয়েক আপ কল’
***নিরাপদ আশ্রয়ই কাল হলো তাদের
***ঢামেকে মরদেহ রাখার অধিকাংশ ফ্রিজ নষ্ট, সংরক্ষণে সমস্যা
***চকবাজারে নিহত শ্রমিকদের পরিবার পাবে ১ লাখ টাকা
**‘কেমিক্যাল কারখানা সরাতে সহযোগিতা করা হবে’
***আন্তর্জাতিক মিডিয়ায় চকবাজারের ভয়াবহ আগুন
***সরকারের দায়িত্বহীনতায় চকবাজারে অগ্নিকাণ্ড: ফখরুল
***অগ্নিকাণ্ডে হতাহত: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
***৭০ জনের মরদেহ উদ্ধার, আরও থাকতে পারে: আইজিপি

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।