ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে খুলনায় মানুষের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে খুলনায় মানুষের ঢল ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে খুলনায় মানুষের ঢল, ছবি: বাংলানিউজ

খুলনা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নেমেছে।

একুশের প্রথম প্রহরে বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে মহানগরের শহীদ হাদিস পার্কের এ শহীদ মিনারের বেদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য প্রাণ দেওয়া সৈনিকদের প্রতি শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যাচ্ছে।

কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারে আসা সর্বস্তরের মানুষের হাতে রয়েছে ফাগুনে ফোটা রঙিন ফুলের স্তবক, কণ্ঠে বিষাদমাখা চিরচেনা গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি...।

'

একুশের প্রথম প্রহর থেকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, খুলনা সিটি করপোরেশন, খুলনা প্রেস ক্লাব, আওয়ামী লীগসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।