ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় আসছে জার্মান সংসদীয় প্রতিনিধি দল   

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ঢাকায় আসছে জার্মান সংসদীয় প্রতিনিধি দল    প্রতীকী ছবি

ঢাকা: চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় আসছে জার্মান সংসদীয় প্রতিনিধি দল। দেশটির দুইটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল ঢাকা সফর করবেন। 

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে জার্মান বুন্ডেস্টাগের ভাইস প্রেসিডেন্ট ক্লাউদিয়া রথের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকা আসবে।

এই প্রতিনিধি দলের সদস্যরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে আলোচনা করবেন।  

অন্যদিকে জার্মান সংসদীয় দক্ষিণ এশীয় সম্পর্ক বিভাগের চেয়ারম্যান তোবায়েস পাফগারের নেতৃত্বে আরও একটি প্রতিনিধি দল একই সময়ে ঢাকায় আসবে। এই প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।  

জার্মান সংসদীয় প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ 
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad