ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় মাদকবিক্রেতাসহ আটক ৯৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
খুলনায় মাদকবিক্রেতাসহ আটক ৯৩

খুলনা: খুলনা জেলা ও মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় মাদকবিক্রেতাসহ ৯৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত জেলার ৯ ও মহানগরের ৮ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের বিশেষ অভিযানে মহানগরের ৮ থানা এলাকা থেকে ৯ জন মাদকবিক্রেতাসহ ৪৪ জনকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ২ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) বাংলানিউজকে বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪ জন মাদকবিক্রেতাসহ ৪৯ জনকে আটকের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার ৯ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ১০২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।