ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পল্টনে ডাস্টবিন থেকে গুলি-গ্রেনেড উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
পল্টনে ডাস্টবিন থেকে গুলি-গ্রেনেড উদ্ধার

ঢাকা: রাজধানীর পল্টন থানাধীন বিজয়নগর এলাকার একটি ডাস্টবিন থেকে ২৮টি গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড ও গুলির সন্ধান পায় পল্টন থানা পুলিশ।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান বাংলানিউজকে বলেন, ফকিরাপুল কালভার্ট রোডের একটি লোহার ডাস্টবিনে কিছু গুলি ও গ্রেনেড পাওয়া যায়।

এরপর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
 
বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি গ্রেনেড উদ্ধার করে। পরে এটিকে নিষ্ক্রিয় করা হয়। এসময় ওই ডাস্টবিনের ভেতর থেকে রাইফেলের ২৮টি গুলি উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এজেডএস/পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।