ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
ঝিনাইদহে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

ঝিনাইদহ: ঝিনাইদহে আশরাফুজ্জামান লিটু হত্যা মামলার প্রধান আসামি মাহবুবুর রহমান বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আজম এ দণ্ডাদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্ত আসামি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহবুবুর রহমান বাবু।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ ওই উপজেলার শেখপাড়া বাজারে আশরাফুজ্জামান লিটু জোয়ারর্দার মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশে আসামিরা লিটুকে রড, হাতুড়ি দিয়ে পিটিয়ে ও চাকু মেরে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা মো. গাজী শেখ বাদি হয়ে পরদিন ৫ জনের নামে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন।  

মামলার দীর্ঘ শুনানির পর বিচারক প্রধান আসামি মাহবুবুর রহমান বাবুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। মামলার অপর ৪ আসামি হায়দার শেখ, তোফাজ্জেল হোসেন, সেলিম শেখ ও হাসান আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।