ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পার্বতীপুর রেল স্টেশন আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
পার্বতীপুর রেল স্টেশন আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে 

পার্বতীপুর (দিনাজপুর): রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বমানের করার লক্ষ্যে বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এতে সর্বপ্রথম যাত্রী সেবার মান বাড়ানোসহ রেলপথের উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন শেষে রেলমন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেলের সব বিভাগে লোকবলের ঘাটতি শিগগিরই পূরণ করা হবে।

সারাদেশের রেলপথের স্টেশনগুলো পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। দেশের অন্যতম বৃহত্তম রেল জংশন পার্বতীপুর রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করা হবে। পরবর্তীতে রেলের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে।  

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, রেলের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-আরএস) শামসুজ্জামান, যুগ্ম মহাপরিচালক (জেডিজি- সিএমই/ লোকো) মঞ্জুর উল আলম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (সিএমই-পশ্চিম) মৃনাল কান্তি বনিক প্রমুখ।

এরপর মন্ত্রী পার্বতীপুর রেল জংশন স্টেশন পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।