ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ আটক ৭

জামালপুর: জুয়ার আসর থেকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার কামালপুর বাজারে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন (৪০), কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আনোয়ার হোসেন আনু (৩০), মাঝ গেদরা গ্রামের ইয়ানুস আলীর ছেলে সবুজ (৩০), কামালপুর উত্তর গ্রামের গোলাম ফারুকের ছেলে খাইরুল ইসলাম (৩৮), লাল মিয়ার ছেলে মোশারফ হোসেন (২৮), কামালপুর বাজার এলাকার ওমিজলের ছেলে শুক্রর আলী (২৮) ও বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের জগমহোনের ছেলে মানিক (৩২)।


বকশীগঞ্জ থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর বাজারের পাশে অন্তর ডেকারেটরে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জমসহ ৭জনকে আটক করা হয়।
 
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুবুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।