![]() মানববন্ধন, ছবি: শাকিল আহমেদ |
ঢাকা: বিনা নোটিশে পোশাক কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীতে ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পৃথক এলাকায় এ মানববন্ধন পালন করেন শ্রমিকরা।
বেলা ১১টার দিকে চার থেকে পাঁচশ’ কর্মী জড়ো হন জাতীয় প্রেসক্লাবের সামনে। শ্রমিক ছাঁটাই বন্ধ করো। ছাঁটাই করা শ্রমিকদের পুনরায় নিয়োগ দিতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে। এসব স্লোগান দিচ্ছিলেন নারী ও পুরুষ কর্মীরা।
শ্রমিকরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবো।
সুইং অপারেটর সাগর ও সজিব বলেন, আমাদের ১৫০জন শ্রমিককে বিনা কারণে ছাঁটাই করা হয়েছে। তাদের চাকরি ফেরত চাই। পুলিশ ও বেপজার নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের মারধর করেছেন এরও বিচার চাই।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, ডিএনভি ক্লোথিং কারখানার ৫০-৬০ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ঘন্ট্যাব্যাপী মানববন্ধন পালন করে। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমএইচ/এএটি