[x]
[x]
ঢাকা, শনিবার, ১১ ফাল্গুন ১৪২৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
bangla news

পাথরঘাটায় বাবার সঙ্গে অভিমানে ছেলের আত্মহত্যা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০২-১৪ ২:৫২:২৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বাবার সঙ্গে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন মিজানুর রহমান সিকদার (৩১) নামে এক যুবক।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মিজানুর ওই ওয়ার্ডের মো. মোস্তফা সিকদারের ছেলে। 

স্থানীয়রা জানায়, সকালে বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় মিজানের। তার কিছুক্ষণ পরেই তার বাবার ওপর অভিমান করে ঘরে রাখা গাছে দেওয়ার জন্য কীটনাশক পান করেন তিনি। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাথরঘাটা থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   আত্মহত্যা বরগুনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache