ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৫, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
রূপগঞ্জে ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্র নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক্টরচাপায় আয়মন হোসেন (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

আয়মন বিরাবো এলাকার কামাল হোসেনের ছেলে। সে তারাইল দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চন-বিরাবো সড়কের বিরাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক্টরের চাপায় পিষ্ট হয় আয়মন। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয় আশিয়ান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।