ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে ২ কোটি টাকার উত্তেজক ট্যাবলেট উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
চৌদ্দগ্রামে ২ কোটি টাকার উত্তেজক ট্যাবলেট উদ্ধার বিজিবি’র হাতে জব্দ আমদানি নিষিদ্ধ ট্যাবলেট, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষীপুর সীমান্ত থেকে দুই কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌর এলাকার লক্ষীপুর সীমান্তে পাচাঁরের সময় এগুলো উদ্ধার করা হয়।

কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী বাংলানিউজকে বলেন, এক সপ্তাহ আগে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লক্ষীপুর সীমান্ত এলাকা দিয়ে দু’কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল বাংলাদেশে আনা হবে।

এমন সংবাদে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

মঙ্গলবার ভোরে দুই লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা, সেনেগ্রা ও টার্গেট বাংলাদেশে পাচাঁরের সময় বিজিবি অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা কৌশলে পালিয়ে যায়। পরে বিজিবি প্যাকেটভর্তি দুই কোটি টাকা সমমানের ওই ট্যাবলেটগুলো উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।