ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে আগুনে পুড়লো ৪ সহোদরের বসত ঘর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
সিলেটে আগুনে পুড়লো ৪ সহোদরের বসত ঘর আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের উপকন্ঠ আখালিয়া খুলিয়াপাড়ায় আগুনে চার সহোদরের বসত ঘর পুড়ে গেছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খুলিয়াপাড়া এলাকার এলাহী ১৯ নং বাসায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই বাসার মালিক মাছ ব্যবসায়ী চার সহোদর আনোয়ার হোসেন, মন্তাজ মিয়া, মনু মিয়া ও সোনা মিয়া।

দুপুরে তাদের রান্না ঘরের চুলা থেকে অসাবধানবশত আগুন বসত ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ততক্ষণে আগুনে বসত ঘরের ৮টি কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শিমুল মোহাম্মদ রফি বাংলানিউজকে বলেন, আগুন লাগার অনেক পরে আমরা খবর পেয়েছি। প্রথম অবস্থায় পেলে অনেক আসবাবপত্র রক্ষা করা যেতো।

তিনি আরও বলেন, চারজনের মালিকানা সেমিপাকা ঘরের পুরো আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপরি নেভানো হয়েছে। বসত ঘরের জ্বালানি কাঠের চুলা থেকে এ আগুনের সূত্রপাত।  

আগুনে আসবাবপত্র, মোটরসাইকেল, বাইসাইকেল, গহনা, নগদ টাকাসহ চার পরিবারের প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।