ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলাপাড়ায় ইট বোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
কলাপাড়ায় ইট বোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ ২

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদীতে সাত শ্রমিক নিয়ে ইট বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এতে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় দেবপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ট্রলারে থাকা সাত শ্রমিকের মধ্য পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে।

এরা হলেন- মাসুম, তোফাজ্জেল, রাসেল, মানিক ও নাসির। এদের মধ্যে তিন জন আহত। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।  
নিখোঁজ শ্রমিকরা হলেন-নীলগঞ্জ ইউনিয়নের সাইফুল ও ফুলবুনিয়ার নুর ইসলাম। এসব শ্রমিকদের বেশির ভাগের বাড়িই নীলগঞ্জ ইউনিয়নে।

উদ্ধার হওয়া শ্রমিকরা জানায়, ইট নিয়ে কলাপাড়া থেকে গলাচিপা যাওয়ার পথে বালু বোঝাই একটি বলগেট ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ডুবে যায় ট্রলারটি। এসময় মাছ ধরা নৌকার জেলেরা তাদের উদ্ধার করে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর রহমান বাংলানিউজকে জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।