ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোটা দাবিতে শাহবাগে মুক্তিযোদ্ধা সন্তানদের অবস্থান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
কোটা দাবিতে শাহবাগে মুক্তিযোদ্ধা সন্তানদের অবস্থান শাহবাগ মোড়ে মুক্তিযোদ্ধা সন্তাদের অবস্থান, ছবি: বাংলানিউজ

ঢাকা: শাহবাগে রাস্তা বন্ধ করে আবারও অবস্থায় নিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তানরা। মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ কোটা পুনর্বহালসহ ছয় দফা দাবিতে তারা বিক্ষোভ করছেন।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগ মোরে অবস্থান নেন তারা। এতে দু’পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে বলেন, ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তানরা।

এদিকে, এ অবস্থান কর্মসূচির কারণে শাহবাগে প্রচণ্ড রকমের যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ খুবই বিপাকে পড়েছে। একদিকে শুক্রবার অন্যদিকে বইমেলা এবং শেষ সময়ের বাণিজ্যমেলার রেশ। সবমিলে মানুষের ঢল নেমেছে এলাকাটিতে। তার মধ্যে যানজট।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ