ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে প্রতারক চক্রের দুই সদস্যসহ আটক ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
ময়মনসিংহে প্রতারক চক্রের দুই সদস্যসহ আটক ৪

ময়মনসিংহ: ময়মনসিংহে চাকরির প্রলোভন দেখিয়ে ৪৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- শাকিল আহম্মেদ (৩০), জোসনা মিয়া (২৮), মোটরসাইকেল চোর উজ্জ্বল মিয়া (২২) ও শরীফ মিয়া (২০)।

 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র ১১ যুবকের কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরা চাকরির ভুয়া সার্কুলার এবং ভুয়া নিয়োগপত্র দেয় তাদের।

এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) শহরের গলগণ্ডা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই দুই সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জেলা জজ আদালতের পোশাক, ভুয়া আইডি কার্ড, হাজিরা খাতাসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এছাড়াও জেলার পাগলা থানায় অভিযান চালিয়ে দুই মোটরসাইকেল চোরকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে তিনটি বিভিন্ন মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।