ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রশ্নপত্র ফাঁস রোধে সবাইকে সজাগ থাকতে হবে: নওফেল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
প্রশ্নপত্র ফাঁস রোধে সবাইকে সজাগ থাকতে হবে: নওফেল কথা বলছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল-ছবি-বাংলানিউজ

কক্সবাজার: অতীতে পরীক্ষার আগে প্রশ্নপত্র নিয়ে বার বার সমস্যা তৈরি হলেও এবার প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যেন প্রশ্নপত্র ফাঁস রোধ করা যায় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের একথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপমন্ত্রী বলেন, এসএসসির প্রশ্নপ্রত্র ফাঁস না হলেও কিছু ত্রুটি-বিচ্যুতি আছে।

তবে তার জন্যে পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধে না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এসব ত্রুটি-বিচ্যুতির জন্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতেও শিক্ষক সংকটসহ সব সংকট পূরণে উদ্যোগ নিচ্ছে সরকার।  

এসময় পরিদর্শনকালে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৯
এসবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।