ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলে লবণ বোঝাই ট্রলার ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলে লবণ বোঝাই ট্রলার ডুবি ফাইল ছবি

বাগেরহাট: মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলে লবণ বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারের চালক ও হেলপাররা সাঁতরে তীরে উঠে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চ্যানেলের বুড়িরডাঙ্গা-জয়খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার বিষয়টি নিশ্চিত করেন।

 

বাংলানিউজকে তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রলারটি খুলনায় যাচ্ছিলো। পথে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলের বুড়িরডাঙ্গা-জয়খাল এলাকায় পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারে থাকা চালক ও হেলপাররা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। ট্রলারটিতে আনুমানিক পাঁচ টন লবন ছিল।  

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, ডুবে যাওয়া ট্রলারের মালিকের বাড়ি কুতুবদিয়া বলে জানা গেছে।  এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় যোগাযোগ করেনি। কেউ এলে বিস্তারিত যাবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।