![]() ট্রলারডুবি। ছবি: ফাইল ফটো |
রাজবাড়ী: রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ট্রলার ডুবে দেলোয়ার হোসেন (৪২) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ শ্রমিক দেলোয়ার হোসেন জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কাউজানি গ্রামের নায়েব আলীর ছেলে।
জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি জাহাজ থেকে পণ্য খালাসের সময় ট্রলারটি ধাক্কা লেগে ডুবে যায়। এসময় ওই ট্রলারে থাকা ২৮ জন শ্রমিকের মধ্যে ২৭ জন সাঁতরে তীরে উঠলেও দেলোয়ার হোসেন নিখোঁজ হন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। নিখোঁজ শ্রমিকের সন্ধানে পদ্মার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এনটি