ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লংগদুতে ইউপিডিএফ কমান্ডারকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
লংগদুতে ইউপিডিএফ কমান্ডারকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এরিয়া কমান্ডার পবিত্র চাকমাকে (৪৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ভূইয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ইউপিডিএফ নিয়ন্ত্রিত ভূইয়াছড়া এলাকায় কমান্ডার পবিত্র তার এক সঙ্গীকে নিয়ে একটি ঘরে গল্প করছিলেন।

এসময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত ওই ঘরে ঢুকে বার্স্ট ফায়ার করলে পবিত্র ঘটনাস্থলে   মারা যান। এসময় তার সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়।

নিজেদের মধ্যে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

তবে ইউপিডিএফ এ ঘটনার জন্য তাদের প্রতিপক্ষ জেএসএস সংস্কারকে দায়ী করেছে। স্থানীয় জেএসএস ঘটনাটি অস্বীকার করে জানায়, ওই এলাকা ইউপিডিএফ’র নিয়ন্ত্রিত এলাকা।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।