ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিপণের টাকাসহ অপহরণকারী আটক, ভুক্তভোগী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
মুক্তিপণের টাকাসহ অপহরণকারী আটক, ভুক্তভোগী উদ্ধার

ঢাকা: অপহরণের আটদিন পর মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ ভুক্তভোগী শরিফ বিন মোহাম্মদ সাগরকে (২২) উদ্ধার করেছে র‌্যাব-১০। এ সময় অপহরণকারী তাহির ইসলাম পারভেজকে (২২) আটক করা হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীকে আটকসহ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক বাংলানিউজকে জানান, গত ১৯ জানুয়ারি (শনিবার) যাত্রাবাড়ী এলাকা থেকে সাগরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়।

বিভিন্ন প্রচেষ্টা শেষে অপহরণের আটদিন পর রোববার সাগরকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, পূর্ব যোগাযোগ অনুযায়ী অপহরণকারী পারভেজ মুক্তিপণের ২৫ লাখ টাকা নিতে শাহবাগ এলাকায় আসে। টাকা নেওয়ার পরই কৌশলে তাকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যানুযায়ী অপহৃত সাগরকে উদ্ধার করা হয়।

আটক পারভেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।