ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশপুরে মাদকদ্রব্যসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
মহেশপুরে মাদকদ্রব্যসহ আটক ২ মাদকদ্রব্যসহ আটক ২। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে ওই উপজেলার সীমান্তবর্তী যাবদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতর মহেশপুর কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক।

আটকরা হলেন- উপজেলার যাদবপুর গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে খোকন বিশ্বাস ওরফে বানচা (২৮) ও শমসের মণ্ডলের ছেলে সানাউল মণ্ডল (৩০)।

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে যাবদপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ১০০ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজা ও দুই বোতল বিদেশি মদসহ বানচাকে ও ২৫ বোতল ফেনসিডিলসহ সানাউলকে আটক করা হয়।  

অভিযানে ৫৮ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।