ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আম্বিয়া-নিখিলসহ ৬ জনকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
আম্বিয়া-নিখিলসহ ৬ জনকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিআইডি

ঢাকা: জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, লোকসংগীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়া ও সাবেক ভলিবল খেলোয়াড় উপেন্দ্র নারায়ণ পালের (নিখিল পাল) চিকিৎসার জন্যসহ ছয়জনকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের অনুদানের চেক দেন শেখ হাসিনা।

জানা গেছে, জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রীকে পরিবারের ভরণপোষণের জন্য ১০ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী।


 
লোকসংগীত শিল্পী গোলাম আম্বিয়ার ক্যান্সার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেন তিনি। অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিআইডি
চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের জন্য সাবেক ভলিবল খেলোয়াড় উপেন্দ্র নারায়ণকে ৩০ লাখ টাকা অনুদান হিসেবে দেন শেখ হাসিনা।
 
এছাড়া আরও তিনজনকে চিকিৎসার জন্য ৬১ লাখ টাকা অনুদান দেন বঙ্গবন্ধুকন্যা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এমইউএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।