ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক র‌্যাবের হাতে আটক যুবক

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে মোহাম্মদ আলী রুবেল (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর মো. আশরাফুল হক।

তিনি জানান, আটক রুবেল তার নিজের ফেসবুক আইডি থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণাসহ মন্ত্রী ও সংসদ সদস্যদের নামে বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ার করে আসছিলেন।

আটকের পর তার ফেসবুক চেক করে এসব গুজবের সত্যতা পাওয়া গেছে।

রুবেল ঢাকার বংশাল এলাকার বাসিন্দা। গোপণ তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ জানুয়ারি) বাংলাবাজার এলাকার খান প্লাজার তৃতীয় তলায় একটি বইয়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ফেসবুক আইডিসহ ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর আশরাফুল।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।