ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোণায় মদ-গাঁজাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
নেত্রকোণায় মদ-গাঁজাসহ আটক ৫

নেত্রকোণা: নেত্রকোণায় দেশীয় ২১ লিটার মদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

তারা হলেন- সদরের মেদনি গ্রামের সামছুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া, বাহিরচাপড়া গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে মোস্তাকিম মিয়া, আশুনরা গ্রামের আব্দুস সালামের ছেলে মো. মিন্টু মিয়া, ছেওপুর গ্রামের চান্দ আলীর ছেলে মো. আলী আকবর ও রামপুর গ্রামের মৃত মোখশেদ আলীর ছেলে বাবুল মিয়া।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকসহ আটকরা মাদকসেবনকারী ও বিক্রেতা। তাদের কাছ থেকে ২১ লিটার দেশীয় মদ ও ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।