ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-আমিরাত সহযোগিতা বাড়াতে ঐকমত্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
বাংলাদেশ-আমিরাত সহযোগিতা বাড়াতে ঐকমত্য আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইয়েদ মুহম্মদ সাইয়েদ হামেদ আলমেহেরি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর জন্য উভয়পক্ষ ঐকমত্য পোষণ করেছে।

আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইয়েদ মুহম্মদ সাইয়েদ হামেদ আলমেহেরি মঙ্গলবার ( ২২ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইয়েদ মুহম্মদ সাইয়েদ হামেদ আলমেহেরি।

এ সময় আলমেহেরি ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান। তারা দু’জনেই বাংলাদেশ ও  আমিরাতের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যে মানবসম্পদ রফতানি, ব্যবসা-বাণিজ্য, বেসামরিক বিমান, সামরিকসহ বিভিন্নখাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।