ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি-ছবি-বাংলানিউজ

ঢাকা: সরকারি চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশ্বাসে তারা অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকাল ৫টায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বাংলানিউজকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশ্বাস দিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদের অবরোধ স্থগিত করার অনুরোধ করেন। সেজন্য আমরা আপাতত আন্দোলন স্থগিত করি।

মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে বিকেল ৪টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, অবরোধকারীদের বোঝানো হয়েছে, রাস্তা অবরোধ করে আন্দোলন চলবে না। এরপর তারা রাস্তা ছেড়ে দিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এজেডএস/এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।