![]() জব্দ হওয়া ফ্যাইসা পোনাসহ ইঞ্জিনচালিত ট্রলার |
বাগেরহাট: সুন্দরবনের বিসিজি আউটপোস্ট নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আহরিত এক কোটি ৭২ লাখ পিস ফ্যাইসা পোনাসহ তিনটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ কোস্টগার্ড সদস্যরা। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ জানুয়ারি) নলিয়ানের শিবসা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রলার ও ফ্যাইসা পোনাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেনেন্ট বিএনভিআর আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে দাকোপ উপজেলা মৎস্য অফিসে হস্তান্তর করা হয়েছে। ফ্যাইসা পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
জিপি