ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
দিনাজপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আব্দুল্লাহপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২০ জানুয়ারি) বিকেলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যুব সমাজকে মাদকমুক্ত রাখার জন্য এর আয়োজন করে বন্ধু সংগঠন।

প্রতিযোগিতায় মোট ৪৮টি ঘোড়া অংশ নেয়। এতে প্রথম হয় শ্রী চন্দ্রপুর এলাকার জাকারিয়া, দ্বিতীয় লেবু মিয়া ও তৃতীয় স্থান অধিকার করেন সাজেদুল ইসলাম।  

সংগঠনটির সভাপতি মো. সাবু মিয়া বাংলানিউজকে বলেন, গ্রাম-গঞ্জের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলা দেখতে হাজারও নারী-পুরুষসহ ছোট-বড় সব বয়সের মানুষের সমাগম হয়েছে। আগামীতেও এ ধরনের ঘোড় দৌড়ের আয়োজন করা হবে।  

উপজেলার যুব সমাজকে মাদকের দিক থেকে মাঠমুখী করতে অন্যান্য প্রতিযোগিতারও আয়োজন করা হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।