ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
বকশীগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু 

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে ছমর আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছেলেও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার সাধুরপাড়া ইউনিয়নের বাঙালপাড়া গ্রামের শাহাজলের সঙ্গে ছমর আলীর দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল।

শনিবার রাতে শাহাজল লোকজনসহ ওই জমি দখল করতে এলে ছমর আলী ও তার ছেলে বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ছমর আলীর মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) একে এম মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।