ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীগঞ্জে প্রায় ২৪ লাখ বিড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
নবীগঞ্জে প্রায় ২৪ লাখ বিড়ি জব্দ নবীগঞ্জে জব্দকৃত ২৩ লাখ ৬৪ হাজার পিস বিড়িসহ আটক তনু

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সোনামপুর বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ২৩ লাখ ৬৪ হাজার পিস বিড়ি জব্দ করেছে র‌্যাব। এ সময় আবুল বাশার তনু (২০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

তনু সোনামপুর বড়বাড়ি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে জব্দকৃত বিড়িসহ তনুকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করে বলেন, পাচার করে আনা বিড়িগুলো প্রায় ১০০টি কার্টনে করে একটি প্রাইভেট কারে করে নিয়ে যাচ্ছিলেন তনু। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিড়িসহ তাকে আটক করে। জব্দকৃত বিড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষাধিক টাকা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এমএমইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।