![]() সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি-বাংলানিউজ |
নওগাঁ: দেশে বর্তমানে পর্যাপ্ত চাল মজুদ থাকায় আপাতত চাল আমদানির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, সারাদেশে চাল সংগ্রহ করার ক্ষেত্রে চালের মান ও ওজনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে খাদ্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান খাদ্যবিভাগে দুর্নীতির কোনো সুযোগ নেই।
এ সময় অন্যান্যের মধ্যে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন উপস্থিত ছিলেন। বিকেলে জেলার সাপাহারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এসআই