ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে ওয়ান শুটার গান জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
বেনাপোল সীমান্তে ওয়ান শুটার গান জব্দ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটার গান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে, এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (১৬ জানুয়ারি) রাত ৮ টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম মাঠ এলাকা থেকে এ অস্ত্রটি জব্দ করে ২১ ব্যাটালিয়ের সদস্যরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিমপাড়া মাঠের মধ্যে দুইজনের একটি চোরাকারবারী দলের পিছু নেয় বিজিবি টহল দল।

একপর্যায়ে বিজিবি ধাওয়া করলে চোরাকারবারীরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে একটি ভারতীয় ওয়ান শুটার গান পাওয়া যায়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে জানান, জব্দ করা ওয়ান শুটার গান বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।