ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় ২ বাংলার কবি সাহিত্যিকদের মিলনমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
চুয়াডাঙ্গায় ২ বাংলার কবি সাহিত্যিকদের মিলনমেলা ২ বাংলার কবি সাহিত্যিক। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল দুই বাংলার (বাংলাদেশ-ভারত) কবি সাহিত্যিকদের মিলনমেলা। 

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা বাড়িতে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে বাংলাদেশের কবি সাহিত্যিকদের নেতৃত্ব দেন আশরাফ উদ্দীন তালুকদার এবং ভারতের কবি সাহিত্যিকদের নেতৃত্ব দেন অজয় চক্রবর্তী।

দুই দেশের অন্তত ২৫ জন কবি সাহিত্যিক এ অনুষ্ঠানে অংশ নেন।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর।  

এর আগে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই দেশের কবি সাহিত্যিকরা। এসময় তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।